মো জহির হোসেন:
প্রায় শত বছরের পুরোনো গ্রামীণ রাস্তায় জোর করে বাঁশের বেড়া দিয়েছেন কয়েকজন প্রভাবশালী। এতে প্রায় ৫০টি পরিবারের ১ হাজার মানুষ চলাচল করতে পারছেন না। এতে করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পরিবারগুলোর লোকজনকে। ঘটনাটি ঘটেছে হাজীগঞ্জের ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের কোন্দ্রা গ্রামে।
স্থানীয় মনির হোসেন জানান, আমরা এই রাস্তা দিয়ে প্রায় শত বছর যাবত চলাচল করে আসছি। শুক্রবার রাস্তার মালিকানা দাবি করা স্থানীয় প্রভাবশালী বেপারী বাড়ির মৃত দেলোয়ার হোসেনের ছেলে সাদ্দাম হোসেন, শাহাবুদ্দিনের ছেলে ইউসুফ কোন্দ্রা দর্জি বাড়ির কালভার্ট থেকে নামার সংযোগ সড়কে বাঁশ দিয়ে বেড়া দিলে চলাচল বন্ধ করে দেয়। এতে জরুরি কাজে আমরা বের হতে পারছি না। তারা আমাদের কোনো কথাই শুনছে না। বর্তমানে আমাদেরকে অপর একটি গ্রাম দিয়ে ঘুরে যেতে হচ্ছে যা খুবই কষ্টকর। এই রাস্তা দিয়ে মাঠে যায় গ্রামের অনেক মানুষ। তারাও মাঠে যেতে পারছে না। বর্তমানে আমরা চরম দুর্ভোগের মধ্যে পরিবার নিয়ে বসবাস করছি। আমরা দ্রুত চলাচলের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
রাস্তা দখলকারী সাদ্দাম হোসেন বলেন, রাস্তার জায়গাটি আমাদের জমির মধ্যে পড়েছে তাই আমরা জায়গাটি বাঁশের বেড়া দিয়ে দখলে নিয়েছি। এতদিন যাবত আমরা রাস্তার জায়গা দিয়েছি, কিন্তু এখন আর দেবো না।
৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, রাস্তায় বেড়া দিয়ে চলাচল বন্ধ করার বিষয়টি রাস্তার কাজ করা ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছ থেকে জানতে পেরেছি। আমি
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, এবং উপজেলা প্রকৌশলীকে বিষয়টি অবগত করেছি।
এবিষয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ বলেন : বিষয়টি নিয়ে নিয়ে তদন্ত করে ব্যবস্থা নিবো।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2025 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.