গাজীপুর জেলার সিভিল সার্জন হলেন, হাজীগঞ্জ উপজেলার সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা নঈম। রোববার (২ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ পার-২ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডা. গোলাম মাওলা নঈম বর্তমানে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এর সহকারী পরিচালক পদে কর্মরত রয়েছেন। এর আগে তিনি হাজীগঞ্জ উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে প্রায় তিন বছর কর্মরত ছিলেন।
ডা. মো. গোলাম মাওলা হাজীগঞ্জের প¦ার্শবর্তী কচুয়া উপজেলার হাশিমপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি দুই সন্তানের জনক। ১৮ বছর পূর্বে তিনি ২১ তম বিসিএস (হেলথ) এর মাধ্যমে চিকিৎসা পেশায় তাঁর কর্মজীবন শুরু করেন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2025 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.