চাঁদপুর সদরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয় ও সেনাবাহিনীর মাদকবিরোধী যৌথ অভিযানে দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক মো. আহসান হাবিবের নেতৃত্বে গঠিত একটি বিশেষ টিম বাংলাদেশ সেনাবাহিনীর চাঁদপুর সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার সৈয়দ আলমগীর হোসেনসহ ১০ জন সেনা সদস্যের সমন্বয়ে গঠিত যৌথ টীম চাঁদপুর সদর মডেল থানার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় মাদক ব্যবসায়ী আশ্রাফ খান (৪২), পিতা- অহিদ খান, মাতা-আলেয়া বেগম, সাং-হাপানিয়া, চাঁদপুর সদর, চাঁদপুরকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
অপর এক অভিযানে মাদক কারবারি মো. মনির হোসেন বুলেট (৩৭), পিতা: মৃত রহিম মিয়া, মাতা: মনোয়ারা বেগম সাং: খলিশাডুলি, উপজেলা: চাঁদপুর সদর, জেলা: চাঁদপুরকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন যথাক্রমে পরিদর্শক মো. আহসান হাবিব ও উপপরিদর্শক তরিকুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তার দুই কারবারির বিরুদ্ধে ২টি নিয়মিত মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2025 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.