চাঁদপুরে য়ৌথবাহিনী অভিযানে ৫ মাদক কারবারিকে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার করেছে।
বুধবার (৫ মার্চ) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
জানা গেছে, বুধবার ভোরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সদর উপজেলার বহরিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সদর উপজলার বহরিয়া থেকে তালিকাভুক্ত মাদক কারবারি শাহজাহান গাজী (৫৫), জয়েল গাজী (২৯) ও পারভেজ গাজী (২৪) কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও কচুয়া থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে উপজেলার কড়াই এলাকা থেকে তালিকাভুক্ত মাদক কারবারি মো. সোহেল মিয়া (২৮) ও পরশ চন্দ্র দাস (৩৪) কে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১২৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, ‘পরবর্তী আইনি ব্যবস্থা নিতে উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তার ব্যক্তিদের সদর এবং কচুয়া থানায় পাঠানো হয়েছে।’
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2025 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.