চাঁদপুরের শাহরাস্তিতে পৌরসভা কর্তৃক নির্মিত রাস্তা বন্ধ করে দেওয়াল নির্মাণ করার খবর পাওয়া গেছে।
জানা যায়, পৌর ১ নং ওয়ার্ড পশ্চিম উপলতা ভূইয়া বাড়ির আঃ ওহাব ভুইয়ার পুত্র রফিকুল ইসলাম (৫৫), নজরুল ইসলাম ভুইয়ার পুত্র সালেহ আহমদ বাপ্পি (২৬), শাহ আলম ভূইয়ার পুত্র মোঃ ফয়সাল (৩০) পৌরসভার অর্থায়নে নির্মিত কবরস্থানে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়াল নির্মাণ করছে ।
উক্ত ঘটনায় আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কায় আঃ মজিদ ভূইয়ার পুত্র আবুল কালাম ভুইয়া (৬৫) থানায় একটি অভিযোগ দায়ের করেন।
তিনি বলেন, আমাদের বাড়ির কবরস্থানে যাতায়াতের রাস্তা বাড়ির সবার যৌথ সম্পত্তির উপর। কয়েক বছর আগে পৌরসভা কর্তৃক এই রাস্তায় মাটি ভরাট ও প্যালাসাইটিং করে দেয়। কিন্তু হঠাৎ করে কবরস্থানে যাতায়াতের রাস্তা ক্রয়কৃত সম্পত্তি বলে দেয়াল নির্মাণর মাধ্যমে দখল করে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে রফিক, বাপ্পি ও ফয়সাল। আমি প্রশাসন ও এলাকাবাসীর কাছে এর সুষ্ঠু সমাধান ও ন্যায় বিচার প্রত্যাশা করি।
অভিযোগ সূত্রে জানা যায়, শাহরাস্তি উপলতা মৌজার বিএস ১৫৭ খতিয়ানের ২৫৩১ নং দাগের ১ একর ৭৬ শতাংশ এবং ২৫৩২ নং দাগের ৪৩ শতাংশ সম্পত্তি যার উত্তরে রাস্তা, পশ্চিমে বাড়ির রাস্তা, দক্ষিনে কবরস্থান, পূর্বে এজমালি গড় ও কবরস্থানে পৌরসভা কর্তৃক যাতায়াতের সরকারী রাস্তা। কবরস্থানের রাস্তাটি বর্তমানে বন্ধ করে দেয়াল নির্মাণ কাজ চলছে ।
এঘটনায় অভিযোগের বিবাদীগন বলেন, আমাদের ক্রয়কৃত সম্পত্তির চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ করছি। আমরা অন্যায় ভাবে কারো সম্পত্তিতে দেয়াল নির্মাণ করছি না। স্থানীয় সার্ভেয়ার দিয়ে আমাদের সীমানা নির্ধারণ করে দেয়ার পরেই আমরা কাজ শুরু করি।
এলাকাবাসী ও একই বাড়ির মোরশেদ হেলালী, মোঃ সেলিম ভুইয়া, মোঃ মিন্টু ও আরমান হোসেন ভুইয়া জানান, বিবাদীরা পৌরসভা কর্তৃক কবরস্থানে যাতায়াতের সরকারী রাস্তা বন্ধ করে দিয়ে সেখানে দেওয়াল নির্মান কাজ আরম্ভ করে। আমরা মিমাংসা করা ছাড়া উক্ত কাজ বন্ধ রাখতে বলি। তারা কারো কোন কথা কর্ণপাত করে না। তারা বলেন, আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করি ও এর সুষ্ঠু সমাধান প্রত্যাশা করি।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2025 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.