চাঁদপুর শহরে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে মো. কামাল বেপারী (৩৫) নামে অপহরণকারীকে গ্রেপ্তার করেছে।
বুধবার (১২ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের হাজী মহসিন রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেপ্তার আসামীকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো বলেন, গেল বছর ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার সকল অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারাবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন অপরাধে অভিযুক্ত আসামী গ্রেপ্তার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2025 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.