চাঁদপুর প্রতিনিধি ॥ চাঁদপুরের ফরিদগঞ্জে আরো ৩ অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে। বুধবার (১২ মার্চ) দিনব্যাপী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার।
পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
প্রাপ্ত তথ্যে জানাগেছে, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উচ্চ আদালতের এর রীট পিটিশন নং এর চূড়ান্ত আদেশের নির্দেশনা মোতাবেক চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মেসার্স নুরূল আলম ব্রিকস, মেসার্স তালুকদার ব্রিকস ও মেসার্স জিদনী নুসরাত ব্রিকস এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় ইটভাটাগুলো এক্সকেভেটরের সাহায্যে ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয় এবং ফায়ার সার্ভিসের সাহায্যে ইটভাটার চিমনির আগুন নিভিয়ে দেয়া হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মিজানুর রহমান, পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া ও অন্যান্য কর্মচারীগণ।
অভিযানে আইন শৃংখলা রক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ ফোর্স এবং ইটভাটার অগ্নি নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যগণ সক্রিয় সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, এর আগেও দুটি অভিযানে ফরিদগঞ্জ উপজেলার ৬টি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2025 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.