কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীরে ত্বরীকত আলহাজ্ব শেখ শাহসূফী সৈয়দ গোলাম মুহাম্মদ আবদুল কাদের কাওকাব আল-ক্বাদেরী (মাঃ জিঃ আঃ) হুজুর ক্বেবলা কর্তৃক প্রতিষ্ঠিত সূফীজমে বিশ্বাসী “জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটি" কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের সাহেদাপুর, নলুয়া, দৌলতপুর শাখার আয়োজনে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। দেশ ও প্রবাসের অনুদানে সংগঠনের সামাজিক উন্নয়ন মানব সেবার কর্মসূচীর অংশ হিসেবে রবিবার বিকেলে নলুয়া বাজারের শহীদ উল্লাহ মেডিকেলের নিচতলায় অসহায় গরিব শতাধিক পরিবারে মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের স্থানীয় শাখা সভাপতি মাস্টার মুহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে ও জনাব মুহাম্মদ রোমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মো: আমির হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আমিনুল ইসলাম মালেক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবীবুন্নবী সুমন, শ্রীরামপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম মজুমদার, নলুয়া বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক টিপু সুলতান রিপন, বিশিষ্ট সমাজসেবক হাফেজ আবুল হোসেন শাহপুরী, জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির উপদেষ্টা জোবায়ের আল মাহমুদ দিপু,মামুন কিবরিয়া শাহপুরী,দুলাল মজুমদার, দুলাল পাটওয়ারী, ডাঃ মোজাম্মেল হোসেন প্রমূখ।
এ সময় সংগঠনের সহ-সভাপতি মুহাম্মদ রোমান মিয়া, সাধারণ সম্পাদক মুহাম্মদ ফয়সাল মিজি, সদস্য ছায়েদ হোসেন, হৃদয়, রকমত উল্লাহ ও ফাহাদ'সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন
জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটি, রহিমানগর আঞ্চলিক শাখা সভাপতি মাওলানা আবু ইউসুফ আল- ক্বাদেরী শাহপুরী ।