চাঁদপুর জেলার মতলব দক্ষিণ এবং ফরিদগঞ্জ উপজেলায় চাঁদপুর আর্মি ক্যাম্প এর তত্ত্বাবধানে যৌথ বাহিনী কর্তৃক ভ্রাম্যমাণ চেকপোস্ট স্থাপন করা হয়। এতে ৪ জন মোটরসাইকেল আরোহীকে ২৮ হাজার টাকা জরিমানা ও ৬টি অবৈধ গাড়ী জব্দ করা হয়।
রোববার (১৬ মার্চ) সকার ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দুই উপজেলা সড়কে এই চেকপোস্ট বসানো হয়। রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, যৌথ বাহিনীর নেতৃত্বে জেলার মতলব দক্ষিণ উপজেলায় মতলব দক্ষিণ হতে গৌরিপুর এলাকার রাস্তায় এবং ফরিদগঞ্জ উপজেলায় ফরিদগঞ্জ বাজার এলাকার রাস্তায় পুলিশের সাথে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ চেকপোষ্ট বসিয়ে অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প হতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সর্বমোট ১১৫টি যানবাহন তল্লাশি করা হয়। লাইসেন্স না থাকার জন্য ৪ জন মোটরসাইকেল আরোহীকে সর্বমোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং অবৈধ ৬টি গাড়ি জব্দ করে সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমন সহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2025 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.