আবু মুছা আল শিহাব:
চাঁদপুরের শাহরাস্তিতে আলমগীর হোসেন (৩৫) নামে একজনকে জবাই করে হত্যা করা হয়েছে। সোমবার (১৭ মার্চ ২০২৫) রাত ৮ টায় চিতোষী পূর্ব ইউনিয়নের মনিপুর গ্রামের প্রতিবেশী প্রবাসী আবুল হোসেনের বাড়ির ছাদে তাকে জবাই করে হত্যা করা হয়েছে।
সংবাদ পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।
প্রবাসী আবুল হোসেনের স্ত্রী খোদেজা বেগম জানান, রাত ৮ টায় তার দেবর নজরুল ইসলাম শিপন দৌড়ে এসে বাসায় ছাদে চোর এসেছে বলে জানালে সে ছাদে উঠে মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার করলে আমরা সেখানে গিয়ে হত্যার দৃশ্য দেখতে পাই।
খোদেজা বেগম আরও বলেন, এসময় বাসায় গেইট বন্ধ ছিল ছাদে উঠার বিকল্প কোন পথ নেই তবে গাছ দিয়ে ছাদে উঠা যায় বলে ধারণা করছেন।
শাহরাস্তি মডেল থানার ওসি আবুল বাসার জানান, হত্যার রহস্য উন্মোচনে কাজ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2025 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.