প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩, ২০২৫, ২:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৫, ১০:৪১ অপরাহ্ণ
কচুয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃ ত্যু

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া:
চাঁদপুরের কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ শে মার্চ ) সন্ধ্যায় কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের শাসনখোলা গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হাসানাত বকাউল (৩৫) ও খোরশেদ আলম বকাউল (৫০) ওই এলাকার কবির হোসেন বকাউলের ছেলে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, দুই ভাই বাড়ির পাশে সেচ পাম্প (সেলু মেশিন) দিয়ে ধান খেতে পানি দিতে গিয়ে বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট গুরুতর আহত হয়। মুমূর্ষ অবস্থায় তাদেরকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আসলে কর্তব্যরত চিকিৎসক আবুল হাসানাত ও খোরশেদ আলমকে মৃত ঘোষণা করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যুর খবরটি আমারা পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে । নিহতদের পরিবার পক্ষ থেকে অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com,
মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2025 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.