প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩, ২০২৫, ২:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৫, ১০:৫৩ অপরাহ্ণ
কচুয়ায় রেড রিলেশন যুব সমাজকল্যাণ সংস্থার আয়োজনে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিনিধি:
"ভালোবাসায় বিলাও ধর্ম, মানবতা জাত ও কর্ম'' এই স্লোগানে সমাজের শারীরিক ও মানসিক পিছিয়ে পড়া শিশুর বয়স্ক ও অসহায় গরিব মানুষের জন্য কাজ করে যাচ্ছে কচুয়ার রেড রিলেশন যুব সমাজকল্যাণ সংস্থা। সোমবার বিকেলে পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজ প্রাঙ্গণে সংগঠনের উপদেষ্টা প্রবাসী মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মিয়াজীর সার্বিক সহযোগিতায় সমাজের শারীরিক ও মানসিকভাবে পিছিয়ে পড়া অসহায়,প্রতিবন্ধী,শিশু, বয়স্কদের সাথে ইফতার মাহফিল ও ঈদ সম্মানি প্রদান করা হয়। সংগঠনের সভাপতি রিজন পাটোয়ারীর সভাপতিত্বে ও সদস্য মাওলানা লোকমান গাজীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, সহকারী অধ্যাপক ইকবাল আহমেদ মিঠু,মো.দেলোয়ার হোসেন,বিশিষ্ট সমাজসেবক হারুনুর রশিদ,সংগঠনের উপদেষ্টা মোঃ বিল্লাল হোসেন, সামাজিক সংগঠক জাহাঙ্গীর হোসেন সুমন, সংগঠনের সাধারণ সম্পাদক অজিৎ সাহ,যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভি।
টেলি কনফারেন্সে সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মিয়াজীর বলেন,আমরা সমাজের সকলকে নিয়ে এক সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাই। সেই লক্ষ্যে সমাজের শারীরিক ও মানসিক পিছিয়ে পড়া শিশু ও প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ সম্মানি প্রদান করা হয়েছে। এই ঈদ সবার জন্য আরো মঙ্গলময় এবং আনন্দে কাটুক এই আশা রাখি। সমাজের যারা বিত্তবান আছেন, তারা এগিয়ে এলে আমাদের সমাজে কষ্ট ও অভাব কমে যাবে।
তিনি আরো বলেন,অসহায়,গরিব ও সমাজের শারীরিক ও মানসিকভাবে পিছিয়ে পড়া শিশু ও বয়স্কদের সাথে আজকে ইফতার করা হয়েছে। আপনার সকলে আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন এলাকার অসহায়, গরিব , দুস্থ ও প্রতিবন্ধী মানুষের পাশে থেকে সব সময় কাজ করে যেতে পারি ইনশাল্লাহ।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com,
মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2025 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.