ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া ॥
সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ ৩১ তফা বাস্তবায়নের লক্ষ্যে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড.আনম এহসানুল হক মিলন ও কেন্দ্রীয় মহিলা বিএনপির সহ-সভাপতি নাজমুন নাহার বেবীর পক্ষ থেকে কচুয়ায় উপজেলার গোহট দক্ষিন ইউনিয়ন ৬নং ওয়ার্ড খাজুরিয়া-লক্ষীপুর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার খাজুরিয়া-লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও মালদ্বীপ শাখার ড.আনম এহসানুল হক মিলন ফ্যান ক্লাবের সভাপতি ও বিএনপির সহ-সভাপতি মো.আলমগীর হোসেন মজুমদারের সার্বিক সহযোগিতায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম ফারকী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো.দেলোয়ার হোসেন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আতাউল করিম, মালদ্বীপ শাখার বিএনপির প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহজী, বিএনপি নেতা মোহাম্মদ শাহ আলম,হাজী কবির হেসেন,উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মো.মানিক মিয়া, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ,শ্রমিক নেতা জসিম উদ্দিন,মাহবুব আলম,উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি আল-আমিন ফাহাদ,ছাত্রদল নেতা সরোয়ার আলম প্রমুখ। এসময় বিএনপি সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2025 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.