চাঁদপুরের মতলব দক্ষিণে তালিকাভুক্ত দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে মাদকসহ অন্যান্য দ্রব্যসামগ্রী উদ্ধার করা হয়।
রোববার (৩০ মার্চ) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, শনিবার (২৯ মার্চ) দিনগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার মতলব দক্ষিণ উপজেলার মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় তালিকাভুক্ত মাদক কারবারি আবু সাঈদ (৩৮) ও সাইফুল ইসলাম (২৯) কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে এ সময় ৫৬৪ পিচ ইয়াবা ট্যাবলেট, ৮টি বিদেশী মদের বোতল, ১০০ গ্রাম গাঁজা, ৫ প্যাকেট ফুয়েল পেপার, একটি চাকু, একটি গোপন ক্যামেরা, একটি মোবাইল ফোন এবং এক হাজার টাকার একটি জাল নোট উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী ও গ্রেপ্তার ব্যাক্তিদের মতলব দক্ষিণ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2025 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.