সারা দেশের ন্যায় চাঁদপুরেও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। সোমবার সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলায় ঈদগাহ ময়দান ও মসজিদে নামাজ আদায়ের উদ্দেশে বের হন মুসল্লিরা। অংশ নেন ঈদের জামাতে।
চাঁদপুরে সবচেয়ে বড় ঈদের জামাতের আয়োজন করা হয় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে।সকাল ৭টায় জামাত শুরু হয়।
এছাড়াও জেলার সবচেয়ে বড় জামায়াত অনুষ্ঠিত চাঁদপুর আউটার স্টেডিয়ামে। মডেল মসজিদ, পৌরসভা ঈদগাহ মাঠ, পুলিশ লাইনসহ বিভিন্ন এলাকায় মসজিদে ও ঈদগাঁ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ নামাজের খুতবায় সম্প্রীতি ও সাম্যের শিক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। ঈদ জামাতে অংশ নিতে আশেপাশের জেলা থেকেও আসেন অনেকে। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।
এ ছাড়াও জেলার কচুয়া, মতলব উত্তর, মতলব দক্ষিণ, ফরিদগঞ্জ, হাইমচর, শাহরাস্তিতে ঈদের প্রায় কয়েক শতাধীক জামায়ত অনুষ্ঠিত হয়।
এ সব ঈদ জামাতে সবার কণ্ঠেই ছিল সম্প্রীতির বার্তা।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2025 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.