সারা দেশের ন্যায় চাঁদপুরের হাজীগঞ্জেও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সোমবার সকাল থেকে উপজেলায় ঈদগাহ ময়দান ও মসজিদে নামাজ আদায়ের উদ্দেশে বের হন মুসল্লিরা। অংশ নেন ঈদের জামাতে।
হাজীগঞ্জে সবচেয়ে বড় ঈদের জামাতের আয়োজন করা হয় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে।সকাল ৭টায় জামাত শুরু হয়।
এ ছাড়াও দ্বিতীয় জামাত সকাল ৮টায় ও তৃতীয় বা শেষ জামায়ত অনুষ্ঠিত হয় সকাল ১০টায়। প্রত্যেক জামাতে মুসল্লিদের ঢল নামে।
এছাড়াও আলীগঞ্জ হযরত মাদ্দাখা মসজিদ ও মাঝার শরীফ, বড়কুল ঈদগাহ মাঠ, খোদাই বিলের ঈদ গা মাঠসহ উপজেলার বিভিন্ন মসজিদ ও ঈদগা মাঠে ঈদের জামায়ত অনুষ্ঠিত হয়।
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ নামাজের খুতবায় সম্প্রীতি ও সাম্যের শিক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। ঈদ জামাতে অংশ নিতে আশেপাশের জেলা থেকেও আসেন অনেকে। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।
এ ছাড়াও জেলার কচুয়া, মতলব উত্তর, মতলব দক্ষিণ, ফরিদগঞ্জ, হাইমচর, শাহরাস্তিতে ঈদের প্রায় কয়েক শতাধীক জামায়ত অনুষ্ঠিত হয়।
এ সব ঈদ জামাতে সবার কণ্ঠেই ছিল সম্প্রীতির বার্তা।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2025 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.