গ্লোবাল এডুকেশন হাব এর আয়োজনে চাঁদপুরে ‘সফল কর্মজীবন গড়া’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ মে) দুপুরে শহরের হাজী মহসীন রোডস্থ রসুইঘর পার্টি সেন্টারে আয়োজিত সেমিনারে জেলার বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক থেকে স্নাতক শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন গ্লোবাল এডুকেশন হাবের চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, শিক্ষা জীবন শেষে তোমরা কি ধরণের কর্মজীবন চাও তা আগ থেকেই নির্ধারণ করতে হবে। অধ্যয়নরত অবস্থায় সে লক্ষ্য নিয়ে শ্রেণিতেও ভাল ফলাফল অর্জন করতে হবে। কোন ব্যাক্তি যদি তার জীবন গড়ার জন্য পরিকল্পনা করে এবং সে পরিকল্পনায় এগিয়ে যায়, কোন বাঁধাই তাকে আটকাতে পারবে না।
তিনি বলেন, কোন কাজের পরিকল্পনা তৈরী মানে তারে কাজের অর্ধেক সম্পন্ন হওয়া। বাকী অর্ধেক বাস্তবে করতে হয়। আর সব সময় আমাদের লক্ষ্য থাকতে সবচাইতে উচ্চস্থানে পৌঁছানো। তাহলেই সফল হওয়া সম্ভব।
সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে ও সংগঠনের কাউন্সিলর রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য দেন এমএইচ গ্লোবাল গ্রুপের সিইও গোলাম মোর্তজা।
বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর আদালতের আইন কর্মকর্তা অ্যাডভোকেট মো. শাহজাহান খান। স্বাগত বক্তব্য দেন গ্লোবাল এডুকেশন হাবের সিইও অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠক মুজাহিদুল ইসলাম, মোহাম্মদ হাসান ও মো. জাহিদুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2025 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.