গাজীপুরের পুবাইলের একটি মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. রইস উদ্দিনকে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে চাঁদপুরের হাজীগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৫ মে সোমবার বিকেলে হাজীগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে এ বিক্ষোভ মিছিলটি হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ শেষে মধ্য বাজারে হাজীগঞ্জ বড় মসজিদের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা নাজমুল হক আখন্দ নক্সবন্দী, হাজীগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রধান উপদেষ্টা মোঃ জাকির হোসেন মিয়াজী, ইমামে রাব্বানী দরবার শরীফের ছোট সাহেবজাদা সৈয়দ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী প্রমুখ। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা'আত হাজীগঞ্জ উপজেলা সদস্য মহিউদ্দিন আল আজাদের উপস্থাপনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা'আত হাজীগঞ্জ উপজেলা সভাপতি মোহাম্মদ আলী নকশেবন্দী।
এ সময় হাজীগঞ্জ উপজেলা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা'আত, আহলে সুন্নাত ওয়াল জামা'আত বাংলাদেশ , আহলে সুন্নাত ওয়াল জামা'আত সহ হাজারো সুন্নী জনতা মিছিলে অংশ নেয়।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2025 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.