ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব শুরু হয় সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকে। পর্যায়ক্রমে বৃষ্টি বাড়তে থাকে এবং জনজীবন স্থবির হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে চাঁদপুর শহরের বড়স্টেশন মোলহেড মোহনা এলাকায় মাঝি একটি ট্রলার রেখে নিরাপদে চলে যায়। কিন্তু খালি ট্রলারটিতে পানি বেড়ে যাওয়ায় এটি ঘাটে বাঁধা অবস্থায় ডুবে যায়।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে মোলহেড সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়ে ট্রলারটিকে বেঁধে ভাসানোর চেষ্টা করতে দেখা যায় শ্রমিকদের।স্থানীয় কয়েকজন নৌকার মাঝি বলেন, এটি গতকাল ট্রলারের মালিক বেঁধে রেখে বাড়িতে চলে যায়। ট্রলারে কোন মালামাল না থাকলেও অতিবৃষ্টিতে একসময় এটি তলিয়ে যায়। কারণ গতকাল সন্ধ্যায় মোলহেডে ৫-৮ফুট উচ্চতায় পানির ঢেউ আসে। তখন জীবন রক্ষায় অনেক মানুষ ছুটাছুটি করে এবং নিরাপদ আশ্রয়ে চলে যায়।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.