"শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু" এই প্রতিপাদ্যে হাজীগঞ্জে শিক্ষক দিবসের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে র্যালীটি উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরপর উপজেলায় "মৃত্যুঞ্জয়ী মুজিব" চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভাস্থলে গিয়ে র্যালীটি শেষ হয়। শিক্ষক দিবস উদযাপন কমিটির আহবায়ক ও হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহেদি হাছান মানিক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান ভুঁইয়া, বক্তব্য রাখেন, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুদ আহমেদ, দেশগাঁও ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজহারুল কবির, কাকৈরতলা জনতা কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান পাটোয়ারী।
সহকারী অধ্যাপক এম.এম. চিশতী, ও মো. সেলিম পাটোয়ারীর যৌথ উপস্থাপনায় আলোচনা সভায় এছাড়াও বক্তব্য রাখেন, বেলচোঁ কারিমাবাদ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান, বাকিলা ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মো. ওমর ফারুক, বলাখাল জেএন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু বকর সিদ্দিক তপাদার।
এ সময় উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস-চেয়ারম্যান শিউলি পারভীন মিলি, সুহিলপুর এবিএস ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহিম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি দীপক চন্দ্র দাসসহ উপজেলার সকল পর্যায়ের (প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধমিক) শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ ও সরকারি -বেসরকারি কর্মরত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.