মো. জহির হোসেন:
ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর প্রভাবে হাজীগঞ্জে বলাখাল-রামপুর-ভাটরা সড়কের কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের হাজীর গেইট ও প্রধানীয়া বাড়ি সংলগ্ন কালভার্টের পাশে রাস্তার উপর একটি গাছ ভেঙ্গে পড়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। গতকাল বিকালে গ্রামীণ এ সড়কটিতে সরজমিন পরিদর্শনে গেলে এমনটি দেখা দেখা যায়।
এর আগে গত সোমবার রাতের কোন এক সময়ে তীব্র বাতাসে গাছটি ভেঙ্গে পড়ে। কিন্তু গত দুইদিনেও ভাঙ্গা গাছটি অপসারণ করা হয়নি। অথচ ওই ভাঙ্গা ঝুলন্ত গাছের নিচ দিয়ে প্রতিদিন সিএনজিচালিত স্কুটার, ব্যাটারিচালিত অটোরিক্সা ও মিশুক, হোন্ডা, রিকশাসহ কয়েক শতাধিক ছোট যানবাহন ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে।
এতে করে যে কোন সময় হতে পারে দূর্ঘটনা এবং ঘটতে পারে প্রাণহানী। এমনটিই আশংকা করছেন স্থানীয় ও এলাকাবাসীসহ সড়কে চলাচলকারী পরিবহনের চালক ও যাত্রীরা। তাই সড়ক থেকে ভাঙ্গা গাছটি দ্রুত অপসারণ করার দাবি জানান স্থানীরা।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.