প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৯:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২২, ১০:১৯ অপরাহ্ণ
রাজারগাঁও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সম্পত্তি দখলের চেষ্টা
মো জহির হোসেন:
হাজীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক সম্পত্তি দখলের চেষ্টার,অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকদের বিরুদ্ধে। এ ঘটনায় হাজীগঞ্জ থানা লিখিত অভিযোগের আলোকে থানার উপ-পরিদর্শক (এসআই) প্রভাকর বড়ুয়া ঘটনাস্থলে গিয়ে প্রতিপক্ষকে বাধা দিলে তারা পিছু হটে। ঘটনাটি উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও আবু তাহের এর বাড়ির ঘটনা।
চাঁদপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের মামলার সূত্রে জানা যায়, ওই গ্রামের আবু তাহের বাড়ির আবু তাহের এর স্ত্রী ফিরোজা বেগমের সম্পত্তি বিভিন্ন সময় লোকবল নিয়ে দখল করতে যান একই ইউনিয়নের মেনাপুর গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে জাহাঙ্গীর আলম গং। অসহায় ফিরোজা বেগম পৈত্রিক এবং খরিদা সম্পত্তি রক্ষার্থে চলতি বছরের ৬ জুলাই চাঁদপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৪৫ ধারার বিধান মতে অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা করলে বিজ্ঞ আদালত আমলে নেন। যার দরখাস্ত মোকাদ্দমা নং ৭৮১/২২ইং।
অস্থায়ী স্থিতাবস্থা বজায় রাখতে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দকে নির্দেশনা দেন। সম্পত্তির দখল বিষয়ে ও মতামতসহ তদন্ত প্রতিবেদন আদালতে প্রেরণের জন্য সহকারী কমিশনার (ভূমি) কে নির্দেশ দেন বিজ্ঞ আদালত। আদালতের নির্দেশনার আলোকে থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) ধীমান বড়ুয়া ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে স্থিতাবস্থায় বজায় রাখতে নোটিশ জারি করেন।
কিন্ত আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষ জাহাঙ্গীর আলম গং পুনরায় নিরীহ ফিরোজা বেগমের সম্পত্তি দখলে নেওয়ার চেষ্টা করেন। এমন ঘটনায় গত ২৬ অক্টোবর বুধবার সকালে ঘটে। প্রতিপক্ষ জাহাঙ্গীর আলম গং ভাড়াটিয়া মাস্তান নিয়ে নিরীহ মহিলার সম্পত্তি দখল করতে গেলে থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পিছু হটে। পরে থানার উপ-পরিদর্শক (এসআই) প্রভাকর বড়ুয়া ঘটনাস্থলে গিয়ে বিবাদী জাহাঙ্গীর আলম গংদের সতর্ক করে দেন।
এ ঘটনায় ফিরোজা বেগমের স্বামী আবু তাহের বাদী হয়ে ওই দিন দুপুরে হাজীগঞ্জ থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন। জাহাঙ্গীর আলমকে প্রধান অভিযুক্ত করে এই অভিযোগটি দায়ের করা হয়।
এ ঘটনায় প্রসঙ্গে জাহাঙ্গীর আলমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com,
মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.