হাজীগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। রোববার (৬ নভেম্বর) অনুষ্ঠিত পরীক্ষার প্রথম দিনে ৩ হাজার ৪৯০ জনের মধ্যে ১১৪ জন অনুপস্থিত ছিলেন।
এর মধ্যে এইচএসসি পরীক্ষায় ৫১ জন, বিএম পরীক্ষায় ৩০ জন ও আলীম পরীক্ষায় ৩৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এ দিকে পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এর অনুষ্ঠিত প্রথম দিনের বাংলা পরীক্ষায় ২ হাজার ৪৪১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ গ্রহণ করেন ২ হাজার ৩৯০ জন। আর অনুপস্থিত ছিলেন ৫১ জন।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত প্রথম দিনের দ্বাদশ শ্রেণির বিএম পরীক্ষার প্রথম দিনে বাংলা-২ পরীক্ষায় ৫৯৯ জনের মধ্যে অংশ গ্রহণ করেন ৫৬৯ জন। অনুপস্থিত ছিলেন ৩০ জন।
অপর দিকে মাদরাসা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিম পরীক্ষার প্রথম দিনে কোরআন মাজিদ পরীক্ষায় ৪৫০ জনের মধ্যে অংশগ্রহণ করেন ৪১৭ জন, অনুপস্থিত ছিলেন ৩৩ জন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.