বিশেষ প্রতিনিধি:
নোয়াখালী জেলার হাতিয়া থেকে চাঁদপুর মাছঘাটে আনার পথে ৪টি ট্রাক থেকে ৬ হাজার কেজি (৬টন) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগড়া বাজার ও ইচলী চৌরাস্তা এলাকার আঞ্চলিক সড়ক থেকে কোস্টগার্ড টহল সদস্যরা এসব জাটকা জব্দ করেন।
দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কাজী আকিব আরাফাত গনমাধ্যমকে এ তথ্য জানান।
বেলা ২টায় কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে জব্দকৃত জাটকাগুলো স্থানীয় ৩৫টি এতিমখানা, গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, গত কয়েকদিন দক্ষিনাঞ্চল থেকে জাটকাগুলো বিক্রির জন্য চাঁদপুর মাছঘাটে নিয়ে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা নোয়াখালী থেকে চাঁদপুরের প্রবেশ পথে অবস্থান নেয়। ভোর থেকে সকাল পর্যন্ত জাটকাসহ পর পর ৪টি ট্রাক জব্দ করে কোস্টগার্ড স্টেশনে নিয়ে আসে।
পরবর্তীতে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে পরামর্শ করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামের উপস্থিতিতে জব্দকৃত জাটকাগুলো ৩৫টি এতিম খানা ও গরবীদের মাঝে বিতরণ করা হয়। বিতরণের সময় সদর উপজেরা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.