হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৯৯%, জিপিএ-৫ পেয়েছে ৮ জন
চলতি বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন করেছে হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা। পরীক্ষায় স্কুল শাখায় পাশের হার ৯৯.৩৩% এবং ভোকেশনালে শাখায় পাশের হার ৯৬.৭৭%।
এ প্রতিষ্ঠানের স্কুল ও ভোকেশনাল শাখা হতে মোট ১৮০ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ১৭৮ জন। এর মধ্যে স্কুল শাখা হতে ১৪৯ জন ও ভোকেশনাল শাখা হতে ৩১ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ (এ প্লাস) পেয়েছে ৮ জন।
জানা গেছে, হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে ১৪৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ১৪৮ জন। এর মধ্যে জিপিএ- ৫ পেয়েছে ৮ জন, এ গ্রেড ৮১ জন, এ মাইনাস ২৫ জন, বি গ্রেড ২২ জন, সি গ্রেড ১১ জন ও ডি গ্রেড ১ জন।
এ ছাড়াও ভোকেশনাল শাখা থেকে ৩১ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে পাশ করেছে ৩০ জন। এর মধ্য এ গ্রেড পেয়েছে ৩০ জন এবং অকৃতকার্য হয়েছে ১ জন।
এদিকে সন্তোষজনক ফলাফলে বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক, অভিভাবক ও পরীক্ষার্থীদের ধন্যবাদ জানান, প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাশ। এ ধারা অব্যাহত রাখতে তিনি সংশ্লিষ্ট সকলের দোয়া কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.