হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুলে জিপিএ-৫ পেয়েছে ৮০ জন পরীক্ষার্থী
চলতি বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উপজেলার ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৪টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। এর মধ্যে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ অন্যতম।
এ প্রতিষ্ঠান থেকে স্কুল ও ভোকেশনাল শাখা হতে মোট ৪২৪ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে ৮০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ (এ প্লাস) পেয়েছে। এর মধ্য স্কুল শাখায় শতভাগ পাশসহ ৬৯ জন এবং ভোকেশনাল শাখায় ১১ জন।
জানা গেছে, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজ থেকে ৩১২ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৯ জন, এ গ্রেড ১২৫ জন, এ মাইনাস ৫৮ জন, বি গ্রেড ৩৬ জন ও সি গ্রেড ২৪ জন।
অপর দিকে ভোকেশনাল পরীক্ষায় উপেজলায় সেরা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ১১২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১০২ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১ জন, এ গ্রেড ৯১ জন।
এদিকে সন্তোষজনক ফলাফলে শিক্ষক, অভিভাবক ও পরীক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে অধ্যক্ষ মো. আবু ছাইদ বলেন, প্রতিষ্ঠানের ঐতিহ্য ধরে রাখতে আগামি দিনেও যেন এমন ফলাফল অব্যাহৃত থাকে, সে জন্য সবার দোয়া কামনা করছি।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.