নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুর সদর উপজেলা ও হাইমচর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে মন্ত্রণালয় থেকে দেয়া স্মার্ট কার্ড ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর আউটার স্টেডিয়ামে মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে সদর ও হাইমচর উপজেলার বেশ কয়েকজন মুক্তিযোদ্ধার হাতে স্মার্ট কার্ড ও সনদপত্র তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সাংসদ, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।
এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম.এ.ওয়াদুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ ইউসুফ গাজী, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.