স্টাফ রিপোর্টার:
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের ২০২৩ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী লটারি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুওে প্রতিষ্ঠানের হলরুমে অনুষ্ঠিত লটারিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আবু ছাইদের সভাপতিত্বে ও সার্বিক তত্ত্বাবধানে এ লটারি কার্যক্রম সম্পন্ন করা হয়। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. মো.জাকির হোসেন, সহকারী প্রধান শিক্ষক মো. হোসাইনুল আজমসহ স্থানীয় সাংবাদিক ও শিক্ষক উপস্থিত ছিলেন।
জানা গেছে, ২০২৩ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির লক্ষ্যে ৬০৯ জন শিক্ষার্থীর অভিভাবক ভর্তি ফরম সংগ্রহ করেন। সরকারি নির্দেশনা অনুযায়ী এই ৬০৯ জন শিক্ষার্থীর মধ্যে বৃহস্পতিবার লটারি অনুষ্ঠিত হয়। এতে সরাসরি ভর্তির জন্য ৪০০ জন শিক্ষার্থীকে ভর্তির সুযোগ এবং অপেক্ষমান হিসাবে ৬০ জন শিক্ষার্থীকে রাখা হয়।
এ বিষয়ে অধ্যক্ষ মো. আবু ছাইদ জানান, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে ৬ষ্ঠ শ্রেণিতে ৪০০ জন শিক্ষার্থী ভর্তির লক্ষে লটারি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে ৬০ জনকে অপেক্ষমান রাখা হয়েছে। তিনি বলেন, আগামি ১-৫ জানুযায়ীর ভর্তি কার্যক্রম চলবে।
উল্লেখ্য, ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীদের পাসপোর্ট সাইজের ২ কপি ও স্ট্যাম্প সাইজের ২ কপি রঙ্গিন ছবি, ফটোকপিসহ মূল সনদপত্র ও ছাড়পত্র (টি.সি), জন্ম নিবন্ধনের ফটোকপি, অভিভাবকের মোবাইল নম্বর, শিক্ষার্থীর পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বিদ্যালয়ে নিয়ে আসতে হবে।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.