চাঁদপুর প্রতিনিধি :
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেন থেকে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী কামাল আখন্দ (৩৭) কে গ্রেফতার করেছে রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর চাঁদপুর রেলওয়ে থানা পুলিশ আদালতে পাঠায়।
এর আগে সোমবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর শহরের বড় স্টেশন রেলওয়ে প্লাটফর্মে অবস্থান করা মেঘনা এক্সপ্রেস ট্রেনের ১৯০ নং বগির কার্টুনের ভেতরে থাকা ১০ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
মাদক ব্যবসায়ী কামাল আখন্দ পটুয়াখালী জেলার বাউফল থানার রাজনগর গ্রামের ফজলুল হকের ছেলে। গত তিন বছর সে লাকসাম রেল স্টেশনে হকারের কাজ করে।
তার বিরুদ্ধে চাঁদপুর রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য দুই লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্ল্যাহ বাহার জানান, কামাল কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে ক্রয় করে বিক্রির উদ্দেশ্যে নিজ জেলায় নিয়ে যাচ্ছিল। মামলা দায়েরের পর কামাল কে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে পূর্বের মাদক মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.