অনলাইন ডেস্ক
নতুন যুগের সূচনা মেট্রোরেল। বাংলাদেশের রাজধানী ঢাকার যানজটকে ফাঁকি দিতে শুরু হয়েছে নতুন যুগের সূচনা। দেশের প্রথম মেট্রোরেল সেবা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়েছেন স্বপ্নের মেট্রোযাত্রার প্রথম যাত্রী। মাত্র ১০ মিনিট ১০ সেকেন্ডে উত্তরা থেকে আগারগাঁও পৌঁছে প্রধানমন্ত্রীকে বহনকারী মেট্রোরেলটি।
বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টা ৫২ মিনিটে আনুষ্ঠানিকভাবে যাত্রী নিয়ে দিয়াবাড়ি (উত্তরা) স্টেশন থেকে আগারগাঁওয়ের উদ্দেশে যাত্রা শুরু করে মেট্রো ট্রেন।
প্রথম যাত্রী যাত্রী হিসেবে দিয়াবাড়ি স্টেশনে নিজের হাতে টিকেট কেটে মেট্রো ট্রেনে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ট্রেনে ওঠার আগে প্রধানমন্ত্রী গার্ডের ভূমিকায় অবতীর্ণ হয়ে সবুজ পতাকা দুলিয়ে মেট্রোরেলের যাত্রা শুরুর সংকেত দেন।
প্রথম যাত্রায় প্রধানমন্ত্রীর সঙ্গে যাত্রী হিসেবে রয়েছেন তার ছোট বোন শেখ রেহানা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ মন্ত্রিসভার সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.