কচুয়া প্রতিনিধি:
কচুয়া উপজেলার বড় হয়াতপুর গ্রামে অথ্য মন্ত্রণালয়ের আওতাধীন সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ১নং কড়ইয়া ক্লাস্টারের আয়োজনে প্রতিষ্ঠানের দুঃস্থ সদস্যদের এককালীন অনুদান প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বড় হয়াতপুর এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ১নং কড়ইয়া ক্লাস্টার কার্যালয় কর্মকর্তা এনামুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৯নং ইউনিয়নের চেয়ারম্যান সালাম সওদাগ, এসডিএফ এর জেলা কর্মকর্তা আল ইমরান, মুনজুরুল ইসলাম প্রধান।
এ সময় উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ সেলিম প্রধান, আবু বক্কর, মিন্টু হোসেন, সুশান্ত সরকার, নিবাস সরকার, বসুদেব সরকার, সুনিল সরকার, শঙ্কর সরকার প্রমুখ।
বক্তারা সরকারের প্রশংসা করে বলেন এ প্রতিষ্ঠানের মাধ্যমে অসহায় সম্বলহীন মহিলাদের স্বাবলম্বী হওয়ার জন্য ফেরতযোগ্য ৯ হাজার টাকা করে অনুধান প্রদান করার জন্য সরকারকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য যে, উক্ত অনুষ্ঠানে ৯নং কড়ইয়া ইউনিয়নের ৯টি গ্রামের ৩৬০জনকে ৯ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.