ফুটবল বিশ্বের যাদুকর হিসেবে পরিচিত কিংবদন্তি খেলোয়াড় পেলে মৃত্যুবরণ করেছেন।বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত এক মাস ধরে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসা চলছিল পেলের। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই মহাতারকাকে হারিয়ে শোকাহত লাতিন আমেরিকার দেশটি। কিংবদন্তির প্রয়াণে ব্রাজিল সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
যতদিন মাঠে ছিলেন দাপটের সঙ্গেই ছিলেন। দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন। ফুটবলটাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। পেলের হাত ধরেই প্রথম বিশ্বকাপ আসে ব্রাজিলে। তিনিই একমাত্র ফুটবলার যিনি ব্রাজিলকে তিনবার শিরোপা এনে দিয়েছেন।
মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক পেলের। ১৭ বছর বয়সে বিশ্বকাপে আবির্ভাব এবং পায়ের জাদুর ছোঁয়ায় বিশ্ব ফুটবলকে বিস্ময়ে ভাসান পেলে।
ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা শোকবার্তায় জানিয়েছেন, আমার জীবনের বড় পাওয়া, আমি পেলেকে খেলতে দেখেছি, পাচায়েম্বু ও মোরুম্বিতে তাকে জীবন উপভোগ করতে দেখেছি, যা আজকের তরুণ ব্রাজিলরা পায়নি। পেলের খেলা, না। আমি দেখতাম, পেলেকে মাঠে একটা দারুণ শো উপহার দিত। কারণ, যখন সে বল পেত, সবসময়ই বিশেষ কিছু করত, যা প্রায় সময়ই গোল দিয়ে শেষ হতো।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.