হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় স্বর্ণকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের মাধ্যমে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে নতুন বই (পাঠ্যপুস্তক) বিতরণ করা হয়েছে। রোববার (১ জানুয়ারী) সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশে এই বই বিতরণ করা হয়।
বিদ্যালয়ের সভাপতি মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্বর্ণকলি হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. আলী আশ্রাফ, মাহমুদুন্নবী শেলী, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য জহির আহমেদ, মোহাম্মদ হাবীব উল্যাহ্ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রৌশনারা খানমের উপস্থাপনায় অনুষ্ঠানে সহকারী শিক্ষক রুপালী রানী ঘোষ, ফাতেমা আক্তার, মরিয়ম আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.