মোহাম্মদ উল্যা বুলবুল॥
শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ ফুটবল ফাইনাল খেলায় ৩-০ গোলে মতলব উত্তরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হাজীগঞ্জ।
মঙ্গলবার বিকাল ৩ টায় চাঁদপুর স্টেডিয়ামে আনন্দ-উদ্দীপনায় শুরু হয় শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস। খেলায় ফাইনালে অংশ গ্রহণ করে হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা বনাম মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা।
উত্তেজণাপূর্ণ খেলায় হাজীগঞ্জ উপজেলা ৩-০ গোলে বিজয়ী লাভ করে।
ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম, দপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, চাঁদপুর ফুটবল উপ-কমিটির সভাপতি শাহীর হোসেন পাটওয়ারী, হাজীগঞ্জ ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক জাকির হোসেন সোহেল।
খেলার রেপারীর দায়িত্ব পালন করেন মাসুদুর রহমান মাসুম, সেলিম আহমেদ টুমু, অহিদুর রহমান লাবু।
এর পূর্বে দুপরে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাপ্তাহিক ত্রিনদী পত্রিকার সাথে অনলাইনে স্বাক্ষাতকার প্রদান করেন। সেখানে তিনি হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসে ফুটবল ফাইনাল খেলায় হাজীগঞ্জ ভালো খেলবে বলে প্রত্যাশা করেন। তার প্রত্যাশা পূরণ করতে পেরেছে হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা।
১৯৮৫ সালের পর জেলায় ফুটবল টুর্ণামেন্টের কোন খেলায় ফাইনালে উঠলো হাজীগঞ্জ। প্রথমবার ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাকির হোসেন সোহেল বলেন, দীর্ঘ ৩৭ বছর উপর হাজীগঞ্জ উপজেলা জেলা ক্রীড়ায় কোন একটি বড় খেলায় বিজয়ী লাভ করেছে। এজন্য সকল খেলোয়াড়দের প্রতিকৃতজ্ঞ।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.