মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ জানুয়ারী) সকালে হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় গ্রামের কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক থেকে তাদেরকে ইয়াবাসহ হাতে-নাতে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারিরা হলেন, মো. আরিফ হোসেন (৩২), মো. সাইফুল ইসলাম (৩২) ও মো. মিঠু (২৬)। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে হাজীগঞ্জ থানা সূত্রে জানা গেছে।
এদিন সকালে হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় গ্রামের সরকার বাড়ির সামনে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল আজিজসহ সঙ্গীয় ফোর্স।
এ সময় মাদক কারবারি , মো. আরিফ হোসেনের কাছ থেকে ১৫০ পিস, মো. সাইফুল ইসলামের কাছ থেকে ১০০ পিস ও মো. মিঠুর কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ এবং তাদেরকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য আনুমানিক ৯০ হাজার টাকা।
এ বিষয়ের হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো ট্রলারেন্স। তাই পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান এবং তথ্যদাতার নাম গোপন রাখা হবে।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2025 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.