চার দিকে শুনসান নীরবতা। এর মধ্যে রেলস্টেশন ও বাসস্ট্যান্ডে থাকা ভাসমান লোকজন সারাদিনের কাজের ক্লান্তির পর পলিথিনে মোড়ানো ঘরে কোনো মতে ঘুমিয়ে পড়েন। প্রচন্ড শীতের প্রকোপ থেকে আত্মরক্ষার জন্য তাদের অনেকের নেই ভারী পোশাক বা শীতবস্ত্র। ঠিক সেই মূহুর্তে বস্তিরবাসীর জন্য চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নিয়ে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।
তিনি বস্তির শিশুদের সাথে কথা বলেন এবং শীতার্থ বস্তির প্রত্যেক ঘরে ঘরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কম্বল পৌঁছেদেন।
দেশের বিভিন্ন জেলার ন্যায় হাজীগঞ্জেও হাঁড় কাপানো শীত জেঁকে বসেছে। বিশেষ করে কয়েক দিন ধরে ঘন কুয়াশা আর হিম শীতল বাতাসে প্রাণ জুবুথুবু হয়ে পড়েছে। এতে কষ্ট বেড়েছে খেটে খাওয়া দিনমজুর, অসহায় ও ছিন্নমূল মানুষের।
তাদের কথা চিন্তা করে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই নিজে উপস্থিত হয়ে কম্বল বিতরণ করছে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউওনও) মো. রাশেদুল ইসলাম।
একটি কম্বল হাতে পেয়ে খুশিতে আত্মহারা বস্তির লোকজন।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌ. মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.