মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে হাজীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) উপজেলা ই-সেন্টারে সভা অনুষ্ঠিত হয়। সভায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষে সরকারি নির্দেশনা ও উপস্থিতির মতামতের ভিত্তিতে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. আবু তাহের, উপজেলা প্রকৌশলী মো. রেজওয়ানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ জামাল উদ্দিন, হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম, উপজেলা ইসলামীক ফাউন্ডেশনের সুপারভাইজার মো. হাছান মজুমদার।
এ সময় আরো বক্তব্য রাখেন, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী, বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিলন, হাটিলা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, হাজীগঞ্জ পৌরসভার বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমন প্রমুখ।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক, কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহজালাল, মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী মাহবুব আফছার, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরী, ফায়ার সার্ভিস কর্মকর্তা সাজেদুল কবির জোয়ার্দারসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এছাড়াও ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, গোলাম মোস্তফা স্বপন, ইউছুফ প্রধানীয়া সুমন, মজিবুর রহমান মজিব, মো. নুরুল আমিন হেলাল, কাজী নুরুর রহমান বেলাল, গিয়াস উদ্দিন বাচ্চু, একেএম মজিবুর রহমান, বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদারাসা অধ্যক্ষ মাও. মিজানুর রহমান, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. আনোয়ার উল্যাহ্, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাস, পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান পাটওয়ারীসহ অন্যান্য শিক্ষক, সাংবাদিক উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.