ত্রিনদী অনলাইন নিউজ ডেস্ক :
তুরস্কের আদিয়ামান সিটির জুম হেরিয়ক মাহেল্লসি এলাকায় ধ্বংসস্তূপ থেকে গতকাল মঙ্গলবার রাতে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল আরও চারজনের মৃতদেহ উদ্ধার করেছে। এ নিয়ে সম্মিলিত উদ্ধারকারী দল মোট ২০ জনকে উদ্ধার করল। তাঁদের মধ্যে ১ জন জীবিত ও ১৯ জনের মৃতদেহ রয়েছে।
ফায়ার সার্ভিস বলেছে, উদ্ধার হওয়া ব্যক্তিরা এক পরিবারের। তাঁদের মধ্যে মা-বাবা ও তাঁদের দুই সন্তান রয়েছে।
আজ বুধবার ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে মুঠোফোনে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে গতকাল রাতে আট ঘণ্টাব্যাপী দুঃসাহসী ও রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানে এক পরিবারের চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
পরে লাশগুলো তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। গতকাল রাত ১১টা ২০ মিনিটে ওই দিনের মতো উদ্ধারকাজ শেষ করা হয়। গতকালের উদ্ধারকাজে বাংলাদেশের উদ্ধারকারী দলের সদস্যদের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের উদ্ধারকারী দলের সদস্যরাও সমন্বিতভাবে উদ্ধারকাজে অংশগ্রহণ করে।
ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের মিডিয়া সমন্বয়কারী উপসহকারী পরিচালক ফয়সালুর রহমান জানিয়েছেন, উদ্ধারকাজে সাফল্য আসায় শরীর ক্লান্ত হলেও তৃপ্ত মন নিয়ে তাঁরা উদ্ধারকাজ শেষ করে ক্যাম্পে ফিরে গেছেন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.