নিজস্ব প্রতিনিধিঃ
চাঁদপুরের হাজীগঞ্জে সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে পাঁচ দিনব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়েছে।
মহান ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে মঙ্গলবার বিকেলে বই মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আন্তর্জাতিক জ্বালানী বিশেষজ্ঞ ও পাওয়ার সেলে মহাপরিচালক, আইইবি'র (ঢাকা সেন্টার) নব নির্বাচিত চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হোসাইন।
বই মেলার উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি সাবিহা সুলতানার সভাপতিত্বে সাফিউল বাসার রুজমন ও কামাল হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ কর্মী ট্রাস্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান সুরাইয়া তালুকদার, ৯নং গন্ধব্যপুর উঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুকবুল আহম্মেদ চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক গাজী সালাহ উদ্দিনসহ অনেকে।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি আন্তর্জাতিক জ্বালানী বিশেষজ্ঞ ও পাওয়ার সেলে মহাপরিচালক, আইইবি'র (ঢাকা সেন্টার) নব নির্বাচিত চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হোসাইনকে সন্মাননা স্মারক তুলে দেয়া হয়।
উল্লেখ্য এবারের বই মেলা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চুননু' স্মরনে উৎসর্গ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.