সারা দেশের ন্যায় মতলব উত্তরে ২০২৩ এর মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে জনগণের বোধ-বিশ্বাস, সংস্কৃতি ও জাতীয় স্বার্থকে উপেক্ষা করে সাম্প্রদায়িক উস্কানী, তথ্য ও ইতিহাস বিকৃতি, বিতর্কিত ও অবৈজ্ঞানিক মানব সৃষ্টিতত্ত¡ অনুপ্রবেশ ট্রান্সজেন্ডার টার্ম, পৌত্তলিক ও ব্রহ্মণ্যবাদী সংস্কৃতির আধিপত্য, প্লেজারিজম এবং ধর্ম ও জাতি সত্বাবিরোধী বিষয়বস্তু সংযোজন বাতিল, ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়।
শুক্রবার (২৪ ফেব্রæয়ারী) বাদ জুম’আ ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিলটি ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠ থেকে প্রদক্ষিণ করে বাজারে বিভিন্ন মোড় ঘুরে এসে ছেংগারচর পৌর ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ডালিম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা আতাউল্লাহ মহসিন।
আরো বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ ছেংগারচর পৌর সভাপতি মাওলানা গাজী মো. এমদাদুল হক মানিক, মতলব উত্তর উপজেলা যুব আন্দোলনের সভাপতি মো. আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সুজন, পৌর যুব আন্দোলনের সভাপতি মো. আলমগীর বেপারী, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম বোপারী।
এ সময় আলহাজ্ব আহাম্মদ উল্লাহ মিয়াজি, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, সফিকুল ইসলাম’সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.