মোহাম্মদ উল্যাহ বুলবুল॥
হাজীগঞ্জে দিনব্যাপী প্রাণি সম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপির পক্ষে প্রাণিসম্পদ প্রদর্শণী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়।
উদ্বোধন শেষে তিনি প্রদর্শণীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
প্রাণিসম্পদ প্রদর্শণীর উদ্বোধনীয় অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ আজ প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার সফল নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। দেশে প্রাণী সম্পদ পালনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণের যুবকরা অর্থনীতিতে ভূমিকা রেখে চলছে।
তিনি আরো বলেন, দেশকে এগিয়ে নিতে বেকাররা গাভী, ষাড় পালনের মাধ্যমে বেকারত্ব সমস্যা দূরীকরণ করা সম্ভব, যারা বেকার এদিক সেদিক ঘোরাফেরা করেন তারা এগিয়ে আসেন গবাদিপশু-পাখি পালন করে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুন। আপনারা পশু পাখি পালন করে সফলতা অর্জন করতে পারেন।
তিনি আরো বলেন, প্রাণী পালন করে দুধ, মাংস বিক্রি করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব।
প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা দেখতে সকাল থেকে সাধারণ মানুষ ভিড় করতে শুরু করে। মেলায় জেলার খামারিরা তাদের পোষা গরু, ছাগল, পাখি, দুম্বা, ময়না, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি নিয়ে আসেন স্টলে। মেলায় রয়েছে বিভিন্ন প্রজাতির পশু-পাখির নিয়ে আসে খামারিরা।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহীন মিয়ার সার্বিক তত্ত্ববধায়নে অনুষ্ঠিত প্রদর্শণীর আলোচনাসভায় হাজীগঞ্জ উপজেলা প্রাণী সম্প্রসারন কর্মকর্তা মোসা. শরীফা খাতুন, উপ-সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলার সকল ইউনিয়নের এলএসপি, ভেকসিনেটর প্রকল্পের সদস্য ও খামারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন রেনেটা এনিমেল হেল্থের মার্কেটিং অফিসার মো. ফয়সাল।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.