প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১১:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৩, ৫:২৯ অপরাহ্ণ
হাজীগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা চত্ত্বরে 'মৃত্যুঞ্জয়ী মুজিব' এ পুস্পস্তবক অর্পন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মেহেদী হাসান মানিকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি, অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, বীরমুক্তিযোদ্ধা মো. মফিজুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, অধ্যক্ষ মো. আবু ছাইদ প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. মো. জাকির হোসাইনের উপস্থাপনায় অতিথিদের বক্তব্য শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচী সমাপ্তি করা হয়।
এর আগে এদিন সকালে উপজেলা চত্ত্বরে 'মৃত্যুঞ্জয়ী মুজিব' এ সাংসদ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, হাজীগঞ্জ পৌরসভা, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১, হাজীগঞ্জ প্রেসক্লাব, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে সকল সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com,
মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.