পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের জামান পার্কের বাসভবন ঘিরে রেখেছে দেশটি পুলিশ। নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানকে গ্রেফতার করতে ইসলামাবাদ পুলিশের একটি দল ও লাহোর পুলিশ সেখানে অবস্থান করছে। তোশাখানা মামলায় ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত না হওয়ায় ইমরানের বাসায় হানা দিয়েছে পুলিশ।
তাদের ছত্রভঙ্গ করতে পুলিশও জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। ইমরান খানকে গ্রেফতারে তার বাসভবন ঘিরে রাখার নেতৃত্ব দিচ্ছেন ডিআইজি শাহজাদ বুখারি।
এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইমরানের বাসভবনের বাইরে তার শত শত সমর্থক জড়ো হয়েছেন। যেকোনো সময় পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে শঙ্কা করা হচ্ছে।
গ্রেফতারের পর ইমরান খানকে কোথায় নিয়ে যাওয়া হবে- এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে বুখারি বলেন, আগে তাকে গ্রেফতার করি এরপর এই নিয়ে মিডিয়াকে বলা হবে।
পিটিআই নেতা ফারুক হাবিব বলেছেন, তিনি পুলিশের সঙ্গে আলোচনা করতে যাচ্ছেন। পুলিশের এই পদক্ষেপ ইমরান খানের জন্য বিপজ্জনক বলে তিনি উল্লেখ করেছেন।
ফারুক বলেন, আমার মনে হয় না পুলিশের এমন চড়া পদক্ষেপ নেওয়া দরকার আছে। আমরা ইমরান খানকে এমন পরিস্থিতির মধ্যে পড়তে দিতে চাই না যেখানে তার জীবন ঝুঁকির মধ্যে থাকবে।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.