মোহাম্মদ উল্যাহ্ বুলবুল:
ইভিএমের মাধ্যমে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। এদিন সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
নির্বাচনে এ ইউনিয়নে এ প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ১০ হাজার ৯’শ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ইউনিয়নের ৯টি কেন্দ্রে বিকাল ৪টা পর্যন্ত চলে এ ভোটগ্রহণ।
৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্ট্রাইকিং ফোর্সের দায়িত্ব পালন করছেন। এছাড়াও প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা রয়েছেন।
নির্বাচনকে নিয়ে দিনভর টান টান উত্তেজণা থাকলেও বাস্তবে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
ইভিএমে ভোট হওয়ায় প্রার্থীরা সরকারকে ধন্যবাদ জানিয়েছে। বিশেষ করে নতুনপ্রজন্মের ভোটাররা স্বাচ্ছন্দে ইভিএমে ভোট দিয়েছে।
চাঁদপুর সরকারি কলেজে পড়ুয়া দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রবিউল জানান, ব্যালটে ভোট হওয়ায় গত ইউপি নির্বাচনে আমাদের ইউনিয়নে অনেক গণ্ডগোল হয়েছে। এবার ইভিএমে ভোট হওয়ায় প্রথমবার শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছি।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.