জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া ও কেক কাটা অনুষ্ঠিত হয়। প্রথমে সকাল ৮টায হাজীগঞ্জ বাজারে অস্থায়ী কার্যালয়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে মাল্যদান, জাতীয় ও দলীয় পতাকা উত্তলন। এরপর সকাল ৯টায় আলীগঞ্জে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর মুরালে পুষ্প মাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন।
বিকেল ৪টায় হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে পশ্চিম বাজারে আনন্দ প্যালেসের হলরুমে আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন সম্পন্ন হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজির সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তিন তিন বারের নির্বাচিত সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সেলিম মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত, উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ আলহাজ্ব আশফাকুল আলম চৌধুরী, হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, ৬নং বড়কুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তাহের,৭নং বড়কুল ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, ১১ নং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক রাসেল পাটওয়ারী,উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন, সাধারণ সম্পাদক আবু ইউসুফ মোহন গাজীসহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী।
ওইসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু দিলীপ কুমার সাহা, শাহজামাল, মশিউর রহমান পাটওয়ারী, রেজাউল করিম মিন্টু, সাইফুল্লাহ বকুল, বাবুল পাটওয়ারী, এমরান খন্দকার, ৯নং গন্ধব্যপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী অলি উল্যাহ, ৫নং সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহতাব হোসেন সবুজ, উপজেলার’সহ উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.