‘স্কাউটিং করি, সুন্দর জীবন ঘড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেম মাঠে অনুষ্ঠিত ৫ম স্কাউট সমাবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
এ দিন বিকালে অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে জাতির পিতার প্রতি সম্মান প্রদর্শন করেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের (পাওয়ার সেল) মহাপরিচালক, ইঞ্জিনিয়ার ইনিস্টিটিউট বাংলাদেশ (আইইবি) এর ঢাকা সেন্টারের চেয়ারম্যান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও হাজীগঞ্জে কৃতি সন্তান প্রকৌ. মোহাম্মদ হোসাইন।
বাংলাদেশ স্কাউটস, হাজীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি স্কাউট সদস্যদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন এবং তাদেরকে দিক-নির্দেশনা প্রদান করেন। বক্তব্য শেষে তিনি অন্যান্য অতিথিবৃন্দ, শিক্ষক ও স্কাউট সদস্যদের (শিক্ষার্থী) নিয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর কেক কাটেন।
সভায় বিশেষ অতির্থির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজি, ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রোটারী ক্লাবের (৩২৮১) এডিজি (ইলেক) সুরাইয়া তালুকদার। স্কাউটের উপজেলা কাব লিডার ও সহকারী শিক্ষক মোহাম্মদ কামাল হোসাইন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে প্রায় ৩০ এর অধিক শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট টিম অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.