মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬শে মার্চ রবিবার বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজার আনন্দ প্যালেসে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর পূর্বে সূ্র্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ম্যূরালে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন নেতৃত্বে নেতৃবৃন্দ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান মিন্টু,হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সেলিম মিয়া,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান মোল্লা, ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন মিকন,৫ নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহতাব হোসেন সবুজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়দুর রহমান খোকন,সাধারণ সম্পাদক আবু ইউসুফ মহন গাজী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, যুদ্ধকালীন কমান্ডার ছিদ্দিকুর রহমান খানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাগন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বাবু দিলীপ কুমার সাহা, মাসুদ আলম মজুমদার, সাবেক যুগ্ন-সম্পাদক বাবু সমির লাল দত্ত, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মজুমদার, সাবেক কোষাধক্ষ্য আলহাজ্ব আশফাকুল আলম চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক ফেরদৌস আলম মজুমদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজামাল, হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন,শাহরাস্তি উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোস্ততা কামাল, জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব বিল্লাল হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য জান্নাতুল ফেরদৌস,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভীন মিলি,বন ও পরিবেশ সম্পাদক সাইফুল্লাহ বকুল,সহ-দপ্তর সম্পাদক রেজাউল করিম মিন্টু,ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান পাটওয়ারী, সহ-প্রচার বাবুল পাটওয়ারী, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মনিরুজ্জামান স্বপন, সাবেক সদস্য এমরান খন্দকার, ২নং বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান ইউসুফ পাটোয়ারী, সাধারণ সম্পাদক অমল কান্তি ধর, ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মজুমদার, ৬নং বকুল পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তাহের, ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী অলিউল্লাহ, ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম ভূঁইয়া, ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হক রাসেল পাটোয়ারী,
আওয়ামীলীগ, মহিলা আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী।