হাজীগঞ্জে মন্দিরের সাজসজ্জার কাজ শেষে মাইক ও সাউন্ডবক্সের সাথে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে মো. মোজাম্মেল হোসেন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ মার্র্চ) বিকালে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের হরি মন্দিরের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তিনি মারা যান।
মারা যাওয়া ডেকোরেটর শ্রমিক মো. মোজাম্মেল হোসেন ওই ইউনিয়নের গন্ধর্ব্যপুর গ্রামের হাফিজ উদ্দিন বেপারী বাড়ির তাজুল ইসলামের ছেলে। তাঁর চার বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার, নিকট আত্মীয়-স্বজনসহ মন্দির কমিটি ও ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
ইউপি সদস্য আকতার হোসেন জানান, হরিপুর গ্রামের হরি মন্দিরে ডেকোরেশনের কাজ করছিলেন মোজাম্মেল হোসেন। তিনি সাউন্ড বক্সের সাথে মাইকের সংযোগের জন্য বিদ্যুৎ সংযোগ দেন। এরপর সংযোগ চেক করতে গিয়ে তিনি মাইক হাতে নিয়ে হ্যালো বলার সাথে সাথেই বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে পড়েন।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ নিহত মোজাম্মেল হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশি হেফাজতে নিয়ে আসে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, কোন অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া মো. মোজাম্মেল হোসেনের মরদেহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.