মুহাম্মদ বাদশা ভূঁইয়া:
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, মালিক শ্রমিকদের সম্পর্ক হবে ভাই ভাই। সে সম্পর্ক কি আমাদের সমাজে আছে। স্বাধীনতার ৫২ বছরে যারা ক্ষমতায় এসেছেন তারাই দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট করে সুইচ ব্যাংকে রেখেছেন। যারা ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছেন, আপনাদের সেই সুযোগ আর নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের মোড়ক উম্মোচন করবে।
৪ মে বৃহস্পতিবার বিকেলে হাসান আলী হাই স্কুল মাঠে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার আয়োজনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ৫টি সিটি করপোরের্সন নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছে এবং শক্ত অবস্থানে আছে। কেউ যদি রাতে ভোট দেয়ার চেষ্টা করেন, তাহলে আমরা বলতে চাই আমরাও প্রস্তুত রয়েছি। জনগন আর দিনের ভোট রাতে দেখতে চায় না। আমরা জাতীয় সরকারের অধীনে নির্বাচনের প্রস্তাব দিয়েছে। সামনে জাতীয় নির্বাচন আসছে, সরকার যদি সুষ্ঠু ও ন্যায়ের পক্ষে জাতীয় সরকারের অধীনে নির্বাচন না দেয়, তাহলে এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত রয়েছে, আমরা নির্বাচনে যাব না।
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ আবুল বাশার তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বত্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা মকবুল হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগীয়) অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারী জেনারেল আলহাজ মুফতি মোস্তফা কামাল, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন।
জেলা শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ মহিবুল্লাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদেরের যৌথ পরিচালনায় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সেক্রটারী ইয়াছিন রাশেদ সানী, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা হেলাল আহমদ, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোঃ মনির হোসেন পাঠান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুদ্দিন, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক পীরজাদা মাওলানা আফসার উদ্দিন, সহ প্রচার ও দাওয়াহ সম্পাদক এইচ.এম নিজাম, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডাঃ বেলাল হোসেন, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম তানভীর, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আনসার আহমাদ, জাতীয় শিক্ষক ফোরাম চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ সেলিম হোসাইন, জেলা শ্রমিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক কামাল গাজী।
সমাবেশে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন শাখা থেকে শত শত নেতাকর্মী মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.