বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক, গতকাল ২৬শে মে ২০২৩ ইং শুক্রবার সকাল ১০ টায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর উদ্যোগে দেশের সকল জেলা, উপজেলা ও মহানগরে ' হিন্দু আইন পরিবর্তন প্রচেষ্টার প্রতিবাদে ও হিন্দুদের ধর্মীয় বিধিবিধান পরিবর্তনের নামে জাতিগত বিদ্বেষ তৈরি করার কারনে সংশ্লিষ্ট এনজিওর নিবন্ধন বাতিল এবং তাদেরকে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে দ্রুত বিচারের দাবিতে, হাজীগঞ্জ উপজেলা শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউড় আখড়ায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, যুব ও
বাংলাদেশ হিন্দু মহাজোট হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি গণেশ আইচ, সাধারণ সম্পাদক সুজন সরকার, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ ধর, সাংগঠনিক সম্পাদক বাসুদেব, অর্থ বিষয়ক সম্পাদক পলাশ সরকার, যুব মহাজোটের সাবেক দপ্তর সম্পাদক প্রেমিক সরকার সাগর, সাবেক সহ প্রচার সম্পাদক অঞ্জন চন্দ্র দাস, ছাত্র মহাজোটের কিশোর দাস, অনিক, উপস্থিত ছিলেন, বিল্পব দেবনাথ রাজ, শুভ ঘোষ, রাজিব দাস, তাফস সরকার, বন্ধন সাহা, সুজন সরকার, অমর সরকার, অর্জুন দেবনাথ প্রমুখ। এই ছাড়াও শতাধিক সারথি উপস্থিত ছিলেন। উক্ত মানববন্ধন কর্মসূচিতে উক্ত আইন পরিবর্তন না করার জন্য বক্তারা বক্তব রাখেন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.